শ্রাবণের অভিমান
অরুণ কারফা


বয়সটা হয়ত কম বলে
কালো মেঘকে বিনা যুদ্ধে জায়গা ছেড়ে দেয়
          ধবধবে সাদা মেঘ গমগমে হাই তুলে
আকাশের তুলতুলে কোলে,
আপন মনে খেলতে দুলে।


আর, আমরা যারা অপেক্ষায় থাকি শ্রাবণের ধারা
কখন ভিজিয়ে দেয়
উঁচু গাছের চূড়া থেকে শুরু করে দুব্বো ঘাসের শুকনো গোড়া আকণ্ঠ ভরে,
দেখতে থাকি নয়ন মেলে
বড় ভাই যেন আদর করে বিবাদ ভুলে
ছোটো ভাইকে বসতে দিয়েছে চলন্ত গাড়িতে ধারের আসনে  জানলা খুলে।


আর, ত্যাগের সেই নমুনা দেখে
পাছে বাঁধন ছাড়া অঝোর ধারা নেমে আসে সবুজ পাতার অবুঝ চোখে
গাছপালা গুলো শুরু করে দল বেঁধে পালিয়ে যেতে
পিছন দিকে
সেই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী না হতে, ঘটনাস্থল ছেড়ে।