কৈশোরের প্রেম
অরুণ কারফা


             আধো আলো, কালো অন্ধকারে
                         নিরন্তর বসে পুকুর পাড়ে
একে অপরকে ভেবে মনে মনে
পা ঝুলাতাম সমানে সেখানে।


চাঁদ উঠলে প্রতিচ্ছবি দেখে
টলটলে জলের
ঝলমলে তলে,
বুঝতাম বয়স বাড়লো একদিন
                  অবশেষে তার ওঠার ফলে ,,,,,


কত বসন্তকে ফেলে পিছনে
           অনন্ত প্রতীক্ষায় ছিলাম দুজনে.....
কারণ, এভাবেই কমাতাম কিছুটা সময়
         প্রেমপত্র দেওয়ার ছাড়পত্র আহরণে,
যাতে স্বীকৃতিহীন সমর্পিত প্রেম
পূর্ণাকৃতি পায় অনিশ্চিত জীবনে।