প্রেমের আয়ুষ্কাল
অরুণ কারফা


আমার সঙ্গে একই ঘরে সবকিছু ভাগাভাগি করে
                     তবু দেয়না প্রেমের ভাগ,
চাইলে বলে, দরকার হলে,
  'ধারে নিয়ে ব্যবহার করে,
বদলে কিছু দিও উপহার,
                 ততক্ষণ কিন্তু থাকব সজাগ' ।


তাই রাত্রি হলে সে ঘুমোলে
জেগে থাকি দুচোখ মেলে ,
        সুযোগ পেলে উঁকি মেরে
        দেখব একবার চেষ্টা করে সম্ভব হলে অন্তপুরে,
যেমন করে বেড়াল ছানা অরক্ষিত বাটি খানা
পেলে দুধের, ছাড়ে কি আর, হলেও বা তা দিন দুপুরে।


বছর চারেক পর এলো সুযোগ একবার :
মারতে গিয়ে উঁকি ঝুঁকি
পড়ে গিয়ে ধরা করলামও স্বীকার  ,
কিন্তু ততক্ষণে জেনে গেছি যা ছিল জানাবার
-- - জাগিয়ে হৃদয়ে বন্ধুত্ব প্রগাঢ়,
প্রেম হয়ে গিয়েছে কঙ্কাল সার।