ধৈর্যের পরীক্ষা
অরুণ কারফা


সাধের বাগান,
শুকিয়ে প্রাণ
হয়ে গেলেও ভীষণ ম্লান
..... চাতকের মত জল না পেয়ে ,
কল্পনাদের রাখতে অম্লান
আগাছাদেরও দেয় সম্মান,
                    কারণ, তারাই রাখে বাঁচিয়ে তাকে
                      স্বপ্ন দেখতে চেয়ে।


       এমনই কিছু আগাছা মিলে
       সোহাগ করে উপহার দিলে
কোনোদিন এক সোনার টোপর,
            আর তা হলে জাতে আনারস.....
      বাগান ভাবে থেকেও অভাবে
       থাকলে কেউ সঠিক স্বভাবে
      ভাগ্য দেবতা হয় না বিরস
কৃপা দৃষ্টি পড়ে তার উপর।