বেলী ফুল
অরুণ কারফা


আমাদের প্রেমের কথা
               পাঁচ কান যাতে না হয় অযথা ,
সাক্ষী রেখেছিলাম বেলী গাছটাকে,
বট গাছকে নয়।


কারণ তখন ,  মনে হয়েছিল কার্যত
বেলী ফুল গাছ বাঁচে ক'দিন মাত্র ,,,
আর শিকড় ছড়ানো বটবৃক্ষ -- তার আয়ু যে কত লক্ষ,
কেউ জানে না সম্ভবতঃ ;
হয়ত অনন্ত কাল সে বেঁচে রয়।


তা সত্ত্বেও শেষ রক্ষার পেলাম না অভয়....
        যখন আঁধার ক্রমে আসছে নেমে,
মৌমাছি এবং আর সব প্রাণীর
কানাকানি গেছে প্রায় থেমে
         ভাবতেও পারিনি
রাতারাতি এর'ম হয়ে যাবে সব  জানাজানি;
ঠিক তখনই সন্ধ্যে বেলায় ফুটতেই ফুল ছোট কুড়িটায়
অতুল সৃষ্টির আনন্দে চাপা সুগন্ধে
             তার মিষ্টি হাসি খুলে দিল দ্বার,,,
আর তাতেই, ছড়িয়ে গেল অফুরন্ত উদার
নির্ভুল কাহিনী ভালবাসার।