শ্রমিকের সৃজন
অরুণ কারফা


শঙ্কা কাটল সেদিন মনে
যেদিন পারলাম কিছুটা জানতে,
দূর দূরান্তে সকল প্রান্তে
যেখানেই মানুষ দাঁড়িয়ে যুদ্ধে লড়েছে ঘোর অন্যায়ের বিরুদ্ধে
পেরেছে ছিনিয়ে মুক্তি আনতে।


তাই বলে কি সারাক্ষণ লড়াইয়ে ব্যস্ত রেখে মন
ভুলে যাব আরো কত কিছু আছে এই জগতে করার সৃজন
কলুর ঘানি টানতে টানতে।


তারপর একদিন দিনের আরম্ভে....
শঙ্খচিল যে ওড়ে সদম্ভে
তাকেও দেখি সাপের মুখ থেকে
কীভাবে বাঁচাতে ব্যস্ত সাবককে খাবারের জোগাড় করতে করতে,
তখন পারলাম আমিও বুঝতে,
মেলে দিয়ে সুঠাম ডানা জোড়া তার ঐ নীল আকাশে ওড়া
সেটাও তো এক সৌন্দর্যের প্রতীক
তাকিয়ে দেখলে দিগ দিগন্তে।