ট্যান্টালাসের পেয়ালা
অরুণ কারফা


হে প্রেমহীন পৃথিবীর প্রেমিক জন,
প্রতিবাদ করো
বিন্দুমাত্র না ক'রে তা  মেনে নিলে বন্দী দশা
দেখো কী ভাবে দুর্ভোগে ভোগে
তাজমহলের ভিতর মমতাজের মন।


এ যেন রূপকথার ট্যান্টালাসের পেয়ালা...
পূর্ণিমায় ঝলমলে আলোর স্রোতে উৎসবে মেতে আকাশ বাতাস জ্যোৎস্নার বন্যায় নিমগ্ন যখন...
তখন একেলা ,
ভূগর্ভস্থ নারী ভাবছে তারই
মত আরো কত নিরীহ বেচারী,
জীবিতাবস্থায় উপেক্ষিত হয়ে রয়েছে এখন লুক্কায়িত
অসূর্যম্পশ্যা রমনীর অদম্য অতৃপ্ত অভিলাষের মতন
---অবলা হয়ে শুয়ে। ।