অন্ধপ্রেমের রুদ্ধ ভবিষ্যৎ
অরুণ কারফা


ধন্য সেই পতঙ্গ যার অন্ধ প্রেম করে সব উজার
আলোর গতিতে বিকশিত হয়ে
                  অন্ধকূপের গহ্বরে
            অকালে হয় নিমজ্জিত;
আর ,তাই ক`রে, সুশীল সমাজের কু টিল নজরে
বারে বারে হয় তথাকথিত
                'মূর্খ' বলে সে চিহ্নিত।


তবে কি শুধু ,রম্য রচনার পাতায় মধু
খেয়েই বেড়াবে বেহিসাবি প্রেম সারাটা জীবন?
নাকি, জাত পাতের বেড়া ভেঙ্গে
           প্রতিশ্রুত "আলোর বেগে"
ছড়িয়ে পড়বে সে বাস্তবে সর্বস্তরে সগৌরবে
             করে কাঙ্ক্ষিত পদার্পণ
                হলেও বা কি নিন্দিত।