ঝরা পাতার আত্মকথা
অরুণ কারফা


যাই বলুক লোকে
পাতা ঝরা দেখে বল পাই বুকে,,,
         শুরু হবে এখন নতুন জীবন ।


হয়ত কোনোদিন কোনো এক পাখি নিয়ে গিয়ে তাকে বানালে আড়ালে
যতন দিয়ে ছোট্ট নীড়,
শরত প্রভাতে হবেই তাতে
মিষ্টি সুরে কোটর জুড়ে মধুর কণ্ঠে কিচির মিচির।


কেউ হয়ত ভাবলেও তাতে ভাঙ্গতে পারে যুগ যুগ ধরে
চলে আসা শোষকের দিবানিদ্রা,
বিলম্বে হলেও উঠবেই মেতে শকুন্তলার বিদায়ের পর বিষন্ন হওয়া মাধবীলতা।


নয়তো কোনো স্নিগ্ধ ফোঁটার ছোঁয়া তাকে করলে সিক্ত, মাত্রাতিরিক্ত...
প্রস্তুতি নেবেই সে হতে সার,
যাতে মাধবী লতার কুড়ি গুলো হয় আরো বেশি করে হৃষ্টপুষ্ট
ফুল গুলো হয় এত মোহময়
ইষ্ট দেবতা হবেই তুষ্ট।