পরশ্রীকাতর কোকিল
অরুণ কারফা


নিঃশব্দে নীরবে চুপিসারে খসে,
নক্ষত্র পড়লে কাকে ভালবেসে,
বিমুগ্ধ চিত্তে তবে তার ডাকে সংগোপনে নিয়ে যায় তাকে
                                রাতের আকাশে করতে অভিসার ?
কোকিল কি তা জানতে পারে কোনো অমোঘ মন্ত্রের জোরে
অজ্ঞাতসারে পুরোটাই তার ?


নৈ'লে কেন, ভোর না হতেই ভৈরবী রাগে
ফুলের গুচ্ছ ফোটার আগে
কুহু কুহু তানে ছেড়ে দিয়ে গলা
জানাতে চায় সে কত উতলা,
যাতে এমন ঘটনার, না হয় কখনো পুনরাবৃত্তি আর?


আসলে এই পৃথিবীর বুকে  না চাইলেও আছে অনেকে
মাত্রাতিরিক্ত পরশ্রীকাতর,
--দেখলে মনে হয় আপাত দৃষ্টিতে  
      প্রেম বিলোচ্ছে পরতে পরতে
              অথচ ঈর্ষায় তপ্ত অন্তর- -
এরা  কিছুতেই চায়না প্রেমীরা
সফল প্রেমের বসিয়ে পসরা ব্যস্ত থেকে নানান কাজে তবুও সংগ্রামের মাঝে সাজিয়ে তুলুক সুস্থ সংসার।