শহীদের সম্মান
অরুণ কারফা


এককালে ছিল এক প্রিয় বন্ধু
সর্বার্থে সুজন:
' ছিল' বলছি কারণ,
ভারাক্রান্ত মনে করলেও স্মরণ
আজ, 'তার 'কথা বলতে বারণ।
তবুও বলি,  ভাবতে গিয়ে সবার কথা
হয়ত অকারণ, বেঘোরেই দিল আপন জীবন।


ছিল না গত্যন্তর....
ক্ষমতাধর ছিল অতি ধুরন্ধর...
মিথ্যের জালে ফাঁসিয়ে তাকে দিলই শেষে বাইরের দেশে
নির্বাসন ।


মানবিকতা এবং মানসিকতা
এতই ছিল প্রখর চিন্তার মাঝে,
হাত পা গুটিয়ে, না বসে থেকে
অলস ভাবে ছুটি না কাটিয়ে,
উপভোগ করে চুটিয়ে কাজে,
সেখানেও সে তুলল তুফান
----এক কলি বেঁধে শিকল ভাঙ্গার গান---
আর, সঙ্গে ভীষণ মেঘদূতের মত অমোঘ গর্জন।


ফলতঃ এখন তার আয়
গুটি কতক খেটে খাওয়া মানুষের কাছে যা পায়...
----এক হতভাগ্য শহীদের সম্মান----
যদিও জনসমক্ষে বরণ, ও তার নাম নিষিদ্ধোচ্চারণ ।