ষোলকলা
অরুণ কারফা


বানিয়ে ফেললেও তাজমহল,
শেষ পর্যন্ত আমার কার্যত
       সব প্রচেষ্টাই হল বিফল ।


কারণ,সেই দুই আনা...
যার অভাবে,
জুটলেও এসে মক্ষিরাণী,
রাখতে তা'কে সাজিয়ে তাকে
ব্যর্থ হল শুকনো বাণী,
......... পোক্ত আগলই কেনা হল না।


"পড়ে পাওয়া চোদ্দ আনা"
খরচ করে যতন ভরে বানিয়ে ছিলাম হৃদয় জুড়ে
চোখ জুরানো সৌধখানা,
ভেবেছিলাম যা দেখে ছুটে এসে তড়িৎ বেগে  জড়িয়ে ধরে সৌম্যবালা
দিলেই বাকি দুই আনা
পূর্ণ হবে ষোলকলা
বিনে পয়সায় তা হল না। ।