চক্র
অরুণ কারফা


আমার দুঃখ গুলো এখনো সবুজ
অবুঝ মন আছে অপেক্ষায়, কখন তারা হয় হলুদ।


তারপর, প্রকৃতির নিয়মে ঝরা পাতার মতন কোনো একদিন যাবেই ঝরে
নিঃশব্দে হলেও পতন
বেড়াতে এসে মর্মর শব্দে জানতেই পারবে কোনো প্রিয়জন।


তাতে যদি সেও পায় দুঃখ,
তবে তাও হলুদ হয়ে পূর্ণতা পেয়ে পড়লেই ঝরে টুপ টুপ করে
উপর দিয়ে হেঁটে গেলে নিঃশব্দতা ভাঙা করুন মর্মরে
আমিও পাব দুঃখ তার জানতে পেরে।