ছিনে জোঁক
অরুণ কারফা


ঝড় হোক,
ঝড় আসলে বিপদ হলে পাশে এসে যে দাঁড়াবে
বোঝা যাবে আসল লোক ;
তা নৈ'লে, উঁচু ডালে চুপটি করে সে বসে, নৈবিদ্য দিয়ে
তারই ফলে
সে' ই ডালটায় মারবে  কোপ।


বৃষ্টি হোক,
বৃষ্টি হলে জলে ভিজে খোলোস তাতে পড়লে গলে
বুঝতে পারবে আর সকলে,
কার রঙ কত মারাত্মক ;
তা নৈ'লে গিরগিটির চালে ইচ্ছা মত রঙ বদলে
পিছন থেকে মেরে ছুরি
রক্ত ঝরিয়ে দেখাবে শোক।


সে যাই হোক,
মানুষ চেনা শক্ত হলেও, একটা বিষয়ে ফেলছি আলোক ;
নিজের মন্দ সময়ে নয়
অন্যের যখন দুঃসময়
পথে নেমে বিরোধ করতে শুধুই যে গিলছে ঢোক
সে হচ্ছে একটা ছিনে জোঁক।