আলোকবর্ষ দূরত্ব
অরুণ কারফা


তার সঙ্গে আমার দূরত্ব হয়ত মাত্র কয়েক মুহূর্ত
তবুও যায় না সহজে দেখা
মিলনের সম্ভাব্য রেখা
এমনই দিয়েছে কঠিন শর্ত।


নিরলস পরিশ্রমে বাতাস যখন হয়েছে ভীষণ পরিশ্রান্ত
ধর্মের নেশায় চূর মানুষ যার পর নাই দিক বিভ্রান্ত
তখন, বন্দুকের নলের কার্তুজে পোড়া
ঘুর্ণি ঝড়ের দাপটে গড়া
তরুণ প্রজন্মের টগবগ করে ফোটাতে হবে তরতাজা রক্ত,
                      যার মানে হলেও দেখতে আপাত দৃষ্টিতে সব কিছু অশান্ত
                      কাটিয়ে দ্বিধা ঝেঁটিয়ে ভয় সত্যের জয় হলে নিশ্চয়
সমাজে হবে বিভেদের অন্ত।


নইলে ফারাক রইবে আলোকবর্ষ দূরত্ব।