ভালবাসার অপমৃত্যু
অরুণ কারফা


মনের আঙ্গিনায় যত্ন করে
ঝুলিয়ে তারে, দিয়েছিলাম তার
মনের একবার এক ফালি শুকোতে,
গনগনে রোদে, অহং বোধে
ফেটে গিয়ে তা চৌচির হল
আর্থিক সঙ্কট চরম হতে।


এখন, দায়িত্ব বোধ তাড়িয়ে বেড়ায়
শুকনো করে সাজিয়ে ডালায়
ফিরিয়ে দেওয়ার ছিল আমার দায়;
যে হেতু, ভিজিয়েছিলাম আমিই তারে
অশ্রু জলের অঝোর ধারে
দুঃসময়ে, সে পাশে এসে দাঁড়াতে।