কাশফুল
অরুণ কারফা


প্রথম দর্শনে দেখে তাকে
মনে হচ্ছিল নদীর বাঁকে
ভোরের বেলা করছে খেলা
শরতের কাশফুল,
ভাবছিলাম তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে
হচ্ছে না তো ভুল।


তারপর একটু আলাপ হতে
মিললাম যেই ক'টা মতে
ভাবলাম পেলাম হাতের মুঠোয়
অর্ধেক বাঁকা চাঁদ,
তখনও ভাবছি হয়ত পাতা ফাঁদ।


আরো কিছু দূর এগোতে দুজনে
সূর্য যখন মধ্য গগনে বিলোচ্ছে আগুন
- অভাব আর কৃচ্ছ্বসাধনে
ভালোবাসা গেছে নির্বাসনে-
   সংসার চালানো হয়েছে কঠিন,,,,,
তখন হঠাৎ পেলাম ভয়
-এমন সময় হারাতে যৈ হয়
তার মত ঘনিষ্ঠ সাথী
কে ধরবে আঁধারে বাতি...
    কীভাবেই বা কাটবে সে দুর্দিন।


ঠিক তখনই বোঝালো সে
হাত ধরলে ভালবেসে
পাওয়া যায় ঠিক এমন জন
হাল ধরবে যে সারাক্ষণ।


প্রয়োজনে ভুল
                      ভাঙ্গালো কাশফুল।