ভালবাসার ঘ্রাণ
অরুণ কারফা


যেমন করে অবজ্ঞা ভরে
হাসতে হাসতে সময়টাকে
বিদায় জানাই চলার বাঁকে,,,,,,
কই তেমন করে জড়িয়ে ধরে একই কথা বলতে তারে
পারি না কেন কথার ফাঁকে।


তেমন করে স্নান সেরে ওঠার সময়
ডুবকি মেরে
পারি না কেন ভুলতে তারে,
যে না থাকলে দিঘীর পারে
হতাশ হতাম আকাশ দেখে।


ঠিক তেমন করে এসেও ফিরে
সন্ধ্যা বেলায় বাগান ছেড়ে
ভুলি না সেই ভ্রমরটারে,
যে না এলে ভুলে যেখানে
ফুটত না ভালবাসা ঘ্রাণে।