উদরের দাসত্ব
অরুণ কারফা


প্রচুর আলো রাখছি জমিয়ে  
জ্বালব অমাবশ্যায় বলে;
                      তাদের জীবনে,
                                       আমাদের জন্যে
  যারা পরশ না পেয়ে জ্যোছনে
  উপেক্ষিত হয়ে এক কোণে
          পড়ে আছে গারদে ঘেরা তাচ্ছিল্যে ভরা
           পদ দলিত হয়ে আধমরা
কিছু না পাওয়ার অযোগ্য দলে।


ভিক্ষুনির অধম সুপ্রিয়া
এখন আর আসে না প্রিয়া
তাই,
জানি না কে গিয়ে ঘরে  
ভিক্ষা এনে তাদের তরে
কাটাবে ক্ষুধার জ্বালাময়ী অন্ধকার,
                          কারণ, প্রশ্ন ওঠে মনে
                উদরের কথা শুনলে চেতনে
               দাসত্ব কি ছেঁড়া যায় জীবনে!