সাম্যের কল্পনা
অরুণ কারফা


যদি, পারতাম কলকাঠি নাড়তে তাদের মত সফল চালে
মেঘনাদের মত নাও লুকিয়ে মেঘের আড়ালে
                                 ... হয়ত থেকেও গাছের ডালে
                                           লোকচক্ষুর অন্তরালে...
সব ফুল কি একই রঙের হত
সব প্রেমিকই প্রেমিকা পেত
সব কিছু পেয়ে হাতের নাগালে,,,
নাকি, বৈচিত্র্য যত হারিয়ে যেত
                                     বিলীন হয়ে কল্পনার জালে।


হয়ত, রক্তাক্ত ক্ষত বইয়ে দিত আগুনের মত শত শত ঝর্ণা ধারা
যা দেখে আকাশের বুকে প্রচণ্ড দুঃখে মুখ লুকিয়ে আছে যে সব সুপ্ত তারা
জীবন যুদ্ধে বলি দিয়ে প্রাণ
কয়েক জন তাদের হলেও সঙ্গী নক্ষত্রদের
বাকিরা পেত মুক্তির ঘ্রাণ অন্তিম কালে, লড়াই ফুরালে।