নৈঃশব্দর গান
অরুণ কারফা


ধৈর্যের ডাক লাটে তুলে ,,,,,,,
বৃষ্টি পড়া শুনব বলে, জেগে ছিলাম জানলা খুলে.....


শেষ রাতে টাপুর টুপুর
আওয়াজ শুনে দেখি নূপুর
পড়ে দূরে বাগান কোণে
ভরছে কেউ আঁচল ফুলে।


আমিও তখন প্রহর ভুলে
মুগ্ধ চোখে পলক তুলে
রইলাম নিষ্পলক চেয়ে,
বর্ষার সেই নতুন রূপ
চতুর্দিক যখন নিশ্চুপ
নিঃশব্দে উঠল গেয়ে ।