হার মানে মুক্তোর হার
অরুণ কারফা


ঢেউ গুনতে গুনতে কখন
অজান্তে গিয়ে ছিলাম তলিয়ে,
টনক নড়তে পারলাম বুঝতে  বিবেক দিয়েছিল নড়িয়ে।


কিন্তু ঢেউয়ের গয়না গুলো
ফেনা যেমন প্যাঁজা তুলো
এত বেশি করছিল বিমুগ্ধ,
ভুলেই গেছিলাম এদের বিরুদ্ধেই
ঘোষিত হয়েছে আমাদের যুদ্ধ।


হ্যাঁ, শোষক শ্রেণীর নানান প্রলোভন
আর তার আনুষঙ্গিক ঢেউ,
কিছু বিদ্বজন পারলেও ধরতে
লোভের ফাঁদে পড়ে কেউ কেউ।


তখন ভেবে দেখতে হয়
খেটে খাওয়া মানুষের কথা.....
অসহ্য হলে শোষণ যন্ত্রণা
চোখ দিয়ে যখন ঝরে কান্না
সাগর তলে ঝিনুক কোলে
মুক্তোও তার কাছে মানায় না।