চারিত্রিক বলিষ্ঠতা
অরুণ কারফা


সারাক্ষণ দাঁড়িয়ে থাকি অপেক্ষা করে জানলা ধরে
কখন ওঠে বৈশাখী ঝড়
উঠলে যাতে সন্ধ্যের পর,
এসেও ফিরে, ঘরে না সে যেতে পারে।


হয়ত উঠলে প্রথম রাতে,
দেখা করে আমার সাথে
ভাবছে যখন যাবে ফিরে,
এখান থেকে অনেক দূরে জীর্ণ কোনো পর্ণ কুটিরে
উদ্বিগ্ন যখন মা বাপ ভীষণ তার জন্য চিন্তা করে
আলোর এক বাঁকা রেখা
এমন ভাবে দিল দেখা
কালো আকাশের অদৃশ্য গায়ে
থরথরিয়ে উঠল কেঁপে তারই মতো সেও ভয়ে।


কিংকর্তব্যবিমূঢ় আমি
তখনই হয়ে অন্ধকারে
বাতি নিয়ে সাহস ভরে পৌঁছে দিয়ে এলাম ঘরে।


পাবে কি এই রিপুর দমন
সফলতা ইষ্টলাভে,,,,
ভবিষ্যতে ভাববে যখন বন্ধ করে দুটি নয়ন
'চারিত্রিক বলিষ্ঠতা দেখেই উচিত আসন পাতা'
হোকনা তাতে একটু দেরী, বিলম্বেতে ক'দিন পরে।