সূর্যাস্ত
অরুণ কারফা


চাঁদ উঠলেও আকাশ 'পরে
সূর্য ওঠে না মনের ঘরে.....
                জানতাম না, এমন দিন আসবে যখন
কাউকে পেয়েও মনের মতন
আশেপাশে সবাই সুখী
দেখতে পাব না দুচোখ ভরে।


হ্যাঁ, এমনই অবস্থা,
                   কিছুটা হলেও
         দেখতে গেলে সমাজ জুড়ে....
অন্য সবাইকে ভেবে পর
গুছিয়ে নিতে নিজের ঘর
এত বেশি অন্তর্মুখী হয়ে গেছি আমরা যে
        দেখতে পাই না আর সহজে
সূর্য ওঠে না ঘুচাতে আঁধার
         চাঁদ উঠলেও আকাশ 'পরে।


তাই তো হয় ভীষণ ভয়
না যদি হয় সূর্যোদয় ,,,
        কৃষ্ণচূড়ায় লাগলে আগুন
         আম্রকুঞ্জে এলেও প্রসূন
এলেও ভোমর গাইতে গাইতে
মন মাতানো সুরের ধুন,
           এত সব নৈসর্গিক শোভা
হারাবে তাদের মধুর আভা
       চাঁদ উঠলেও আকাশ' পরে।।