অশ্রুত কবিতার কথা
অরুণ কারফা


একটা অগঠিত অপঠিত লেখা, হঠাৎই পড়ল মনে ;
যা রেখে দেওয়া যায় যত্নে মণিকোঠায়
মণি কাঞ্চনে সাজিয়ে কোণে।


বলতে গেলে আসলে তা তেমন কিছু নতুন নয় বলে
যা কোনো না কোনো ছলে
লেখে সকলে, অগণিত জনে,
বিগত যৌবনে সংকুচিত বুকের কম্পিত বাম পানে
জাগলে চেতনে  কখনো আনমনে।


তবু কিছু তার ছিল বলার মত বৈশিষ্ট্য আচরণে;
শরৎ কালে সাত সকালে ভোরের আলো ঝাঁপিয়ে যখন পড়ছে নরম শিউলি ফুলে  
আলতো হাওয়ায় দুলে দুলে,
তখন যেমন ঝরা ফুল গুলো আফসোস করে..
আরো কিছুক্ষণ রইলো না কেন গাছের 'পরে
... পান করতে স্বাধীনতার কিরণ মাথা তুলে পরান খুলে..
তেমনই সেই অলিখিত কথা গুলো
ব্যর্থতার বয়ে ধুলো
গড়াগড়ি দিয়ে দেশের মাটিতে
ভাবছিল, যদি কেউ একজন এগিয়ে এসে তাদের নিয়ে
দেশপ্রেমের পারত বানাতে মূর্তি তা দিয়ে,
অথবা রচনা করত কলমের ছোঁয়ায় আগুন জ্বালিয়ে
একটা দাবানল,
যার মাঝ থেকে ফিনিক্স পাখির মত পুনর্জন্ম নিয়ে সে
মুক্তির পথ দেখিয়ে দিতই থামিয়ে অসাম্যের রথ,
রণাঙ্গনে কেতন উড়িয়ে।