শূন্যতা
অরুণ কারফা


শূন্যতা যে অমূল্য,
কোনো কিছুই নয় জীবন রথে লড়াই করে চলার পথে
তার মতন রতন তুল্য.,
               একথা বুঝতে পারলাম যখন
               বিলম্ব হয়েছিল ভীষণ;
আর অনেক পথ দিয়ে পারি
অনেক দূর ভাসিয়ে তরী
               হারিয়েছিলাম দিগন্ত রেখায়
               ক্ষুদ্র একটা বিন্দুর মতন
যথন,,,,, তখন সে কথা বলাই বাহুল্য।


আসলে জানতামই না ঘুণাক্ষরে
না পাওয়া বাসনা হত্যা করে, সহজলভ্য দ্রব্য ছেড়ে ,
তৈরী করলেও উদগ্রীব মন শূন্যতাকে করতে গ্রহণ,
            নিজের দেহের উপস্থিতি
             ব্যহত করে তার স্থিতি ,
আর, না পাওয়ায় তাকে যথারীতি
                                                   শূন্য মন  হয় বিষন্ন ।