বিভাজনের প্রাচীর
অরুণ কারফা


আমি চলি অচেনা পথে অজানা ভাষীর সাথে
কথা বলে নিজের খেয়ালে
অনর্গলে,
না বুঝতে পারলেও এক বর্ণ
অসুবিধা হয় না তার জন্য
                       কারুরই তাই বলে।


হলেও আনাড়ি বুঝতে পারি
প্রথম প্রশ্নটায় ঠিক কী জানতে চায়
            সে
আমার কাছে হেসে,
বাপ মায়ের দেওয়া নামটা বলি
          আর বলি বাস করি কোন দেশে ।


      এরপর বলি মাতৃভাষার
     নাম গরবের সাথে
সেও বলে তার ভাষার নাম
     মুহূর্তেই পরিবর্তে।


      কী করি বলতে লাগে না বোধহয়
একটুখানিও সময়,
      সেও বলে দেয় নাম পেশার  
      না চাইলেও জানতে আমি কখনো তার।


এই ভাবে কথোপকথনে
      এগোলেই সামান্য দূর দুজনে
      যখন মনে হয় ভালবাসা বোধহয়
কাড়ছে হৃদয় অতি সাবধানে,,,,
বিভাজনের প্রাচীর
                     তখনই হয় খাড়া,,,,
যেই জানতে পারি
ধর্ম দুজনের এক নয়
      কর্ম এক হলেও তখন
      শত আকর্ষনেও মন
                    হারায় আগের তাড়া।