সম্পদ
অরুণ কারফা


এক বসন্তে বলেছিল সে আমাকে....
সাড়া দিয়ে নিশির ডাকে দৌড়লে স্বপ্নের পিছে,
ফুরিয়ে গেলেও সব রাস্তা অদেখাই রয়ে যাবে তা
ধর্না দিলেও মিছে মিছে।


তারপর একদিন বর্ষা এলে, উঠতেই মন ময়ূরী নেচে
সেই অধরা স্বপ্ন বেচে
এত পেলাম সম্পদ যে
পরবর্তী প্রজন্মের আগমনেও টান পড়ল না খরচে।