ওদের নায়ক
অরুণ কারফা


ওর সঙ্গে  অনেক কথা
সুখ দুঃখ মনের ব্যথা
           একলা পেয়েও যায় না বলা,
অবরুদ্ধ হলে কণ্ঠ  
সময় হয় লণ্ডভণ্ড
                      তবু হয় আনন্দময়
সুদীর্ঘ পথ একসঙ্গে চলা।


                   ছলাকলা  গুলো আঁকতে গিয়ে, পাওয়া যায় না রঙ মিলিয়ে
             পটে চালানোর তুলির দলা,
তবুও থাকি উদগ্রীব হয়ে, ওর মুখের দিকে চে'য়ে
               শুনতে মধুর বুলি দুবেলা।


ওর সঙ্গে পা মিলিয়ে
সকলকে পড়াশোনা শিখিয়ে
   হয় না তাদের আলোয় জ্বলা ,
এটাই সবচে' কষ্টদায়ক
হতে পারলাম না ওদের নায়ক
                                       যতই গাই মুক্তির গান,
..................ছেড়ে দিয়ে হেঁড়ে গলা।