অন্ধকারে রাস্তা
অরুণ কারফা


কার্নিশে বসে শুকনো শিসে  
বুঝিয়ে দিল শালিক হেসে
আর হবে না বর্ষা এবার
মেঘেরা ফিরে যাচ্ছে দেশে।


বুঝলাম ওরা ঘন শ্রাবনে  
অন্ধকারে আপন মনে
এতদিন ধরে খুঁজছিল পথ,
আজ শরতের সোনালী রোদে
দেখতে পেয়ে মনের আনন্দে
ভাসিয়ে দিল রুপালী রথ।


কী আশ্চর্য সাদৃশ্যর অভাব!


আমাদের মাঝে অনেকে আছে
যারা কিছুতেই পায় না খুঁজে
দিনের আলোয় এগোবার রাস্তা ,
যেই মাত্র সমাজ জীবন
ন্যুব্জ হয় বয়ে অনটন  
         এদের উন্নতি পায় গতি
          বেড়েই চলে নিরবধি
শ্রমের মূল্য হলেই সস্তা।