বিবেকের শ্রীঘরে
অরুণ কারফা


অনেক বছর পরে
তার সঙ্গে দেখা করতে
আর সাথে নিজেকে বুঝতে
             গেছিলাম  শ্রীঘরে।


জানতাম  সে বলবে না বসতে  
কারণ, সে অর্থে না পারলেও তেমন কুকাজ করতে
               নিজেকে ছেড়ে ভাবিনি      একটুও পরের।


সে যাই হোক,
আমার প্রতি না থাকলেও ঝোঁক
খেয়ে কোনো প্রকারে ঢোঁক
         জিজ্ঞাসা করল দেখছি না কোনো বদল যদিও তোমার ভিতরে
তবুও কি জানতে পারি
         এসেছো কিসের তরে?


আমিও কিছু না বলে খুলে
বললাম একটু হেসে ও দুলে
     তোমার যে ভাবে হচ্ছে অপমান এখন পদে পদে আর দিকে দিকে
      ভাবলাম তুমি একটু হলেও
      বদলে গেছো আগের থেকে
       কিন্তু না, বিবেকের কখনো হয় না মরণ
                     মরতে মরতেও বেঁচে থাকে অন্তরে।