অপূর্ণ প্রেম নিবেদন
অরুণ কারফা


শিশিরের মত উন্মুখ থেকেও
সদ্য ফোটা ফুলের বৃন্তে,
কেটে যায় কত ব্যর্থ জীবন
না পেরে ভোরে জোনাক চিনতে।


তার জন্যই যে জোনাকি আসে
গোপন অভিসারে রাতের আঁধারে,
সে কথা হয়ত জানে না বলে;
শিশির এসে ভোরে কোলে
দেখে জোনাকি গেছে চলে।


জোনাক বেচারা দিয়েও সারা
দিনের আলোয় হয় দিশেহারা,
না পেরে শিশিরের নজর কাড়তে;
যেমন আকাশে থাকলেও তারা
পারে না দিনে কেউ তা জানতে।