অপ্রকাশিত প্রেম
অরুণ কারফা


চেষ্টা করেও শত, অপ্রকাশিত
       প্রেম ছিল কত  লুক্কায়িত
                                                মনের গভীরে,
বোঝাতে পারিনি তাকে সেদিন কথার ফাঁকে
                                               অশান্ত সমীরে।


নিঃশব্দে বাজিয়ে দুঃখের বীণ বলব ভেবেছিলাম একদিন
যত প্রেম ছিল জমিয়ে রাখা, তিরতির করে চলা আঁকা বাঁকা
                             গাঁয়ের বাইরে সাঁকোর তীরে,
যদি অবকাশে সে কখনো এসে বসত একটু আমার পাশে
নীরের মত উল্টো স্রোতে বইতে বইতে উজানে ফিরে।