অসূর্যম্পশ্যা স্বপ্ন
অরুণ কারফা


অসূর্যম্পশ্যা স্বপ্ন গুলো
অপূর্ণ রয় দেখে আলো
            রুপোলি শশীর বুকে,
কবে যে সে বুঝবে শেষে
পরিচিতি পেতে দেশে
          হবেই জুড়তে
             লোকের শোকে দুখে।


স্বপন হলেও মিষ্টি মধুর
কতক্ষণ সে করবে সবুর
                  বাস্তবে জন্ম নিতে,
কঠিন এই পৃথিবীতে
কাউকে হলে থাকতে সুখে
                  নেওয়ার চেয়ে
                    হবে বেশী দিতে।


আচ্ছা,
আর কি সে কখনো ধমকে
বোঝাতে পারবে সুপ্ত মনকে
               জাগতে হবে
                  বেলা হবার আগে,
নইলে শুধু অনুতাপ করে
ভ্রমর এসে যাবে ফিরে
                শুকনো কলিকে
                   অতৃপ্ত রেখে  বাগে।