আনকোড়া সুরে
অরুণ কারফা


পারিনা , শত চেষ্টা করে,
বাতাসে নৌ বাইতে বাইতে মৌমাছির গান গাইতে গাইতে
পাখনা মেলে অচিনপুরে
ইচ্ছে হলেও উড়ে যেতে ,
একই রচনা,
অসীম কাল ধরে একই ধরণের সুরে।


পারিনা , শত চেষ্টার ফলে
মণিকাঞ্চন বিলোতে বিলোতে জোনাকির মত জ্বলতে জ্বলতে
আঁধারে আশার আলো জ্বেলে
উড়ে চলে যেতে ঘুর্নি তুলে ,
জ্ঞানচক্ষু যদি খোলে।


পারিনা, একটাও ফুলের বুকে আনতে দুঃখের দিনেও খুশি,
আর, ছড়াতে পরাগ রেণু হাসি ফোটাতে রাশি রাশি,
যা দেখে লজ্জায় ভোমর
নতুন করে বেঁধে কোমর
বাজাবে বাঁশি আনকোড়া সুরে।