রহস্যোন্মোচোন
অরুণ কারফা


কোকিল কেন ডাকে বসন্তে
একথা উদয় হলে মনে
দূর দূরান্তে যে দেয় উত্তর
যেতে হবে তার শরণে।
                        পাওয়া গেল এক কঠিন সূত্র
অজানাকে জানার সমাধানে।


কোথায় ফেরে ভোমর দিনান্তে
একথা যদি আসে মনে
ফুলের সঙ্গে তার সম্পর্ক
ভাঙতে হবে সমাজ জীবনে।
                       আমি নিশ্চিত
মালিও পারবে না করতে এ কাজ
      সারাক্ষণ সময় দিয়ে বাগানে।


প্রতিযোগিতা ছাড়া যায় না পাওয়া
মনের মত প্রেমিক জীবনে
                        এ কথা বোধহয় ফাগুনও জানে,
     নইলে কেন পলাশ আনে
     কৃষ্ণচূড়ার সঙ্গে বনে।


কে জানে কতটা এগোলাম নিগূঢ়
রহস্য প্রেমের উন্মোচনে।