উপযোগিতা
অরুণ কারফা


স্বপ্নেও কখনো গর্ত খুঁড়িনি
       বীজও পুঁতিনি
তাহলে কী করে গাছটা ওখানে
    গজালো এই তৃষিত বাগানে,
জানি না ঠিক কোন অজুহাতে,
কী ফলই বা ফলবে তাতে?


আর যদি তা, না দেয় ফল
   কী হবে নষ্ট করে জল
এইভেবে যেই শুয়েছি খাটে সবে
তা তখন প্রায় মাঝরাত হবে
নিজের অজান্তে মাথার উপরে পড়তে রোদ
খতম হল সব সুখবোধ
                 ছটফটিয়ে উঠলাম লাফিয়ে বিছানাতে।


দৌড়ে গিয়ে চাদর বিছিয়ে
শুয়ে পড়লাম হাত পা চিতিয়ে
সেই বৃক্ষেরই ছায়ায় তলে,
     ভেবেছিলাম যার আওতার ফলে
                   ফুল গাছ আর
                   পাবে না তার  
মুক্ত হস্তে ছড়ানো উপহার
যা দেয় সূর্য অক্লেশে ঢেলে।