দোলাচল
অরুণ কারফা


হতে চাই আমি তাদের মত
যারা করে না পদদলিত
ঝরে যাওয়া ফুল গুলোকে,
নেহাৎ অবহেলায়।
     কারণ একটু বুঝিয়ে বলি
     সবাই চায় ফুটন্ত কলি
     হাসছে যারা গাছের বুকে,
ছন্দে ছন্দে হাওয়ায়।


ঝরা  ফুল বলতে যে চায়
যারা নেই আর এ ধরায়
তাদের অসমাপ্ত কাজ
করতেই হবে শেষ আজ,
নিতান্ত অবলীলায়।
      নইলে তারা কাঁদবে শোকে
      অগ্রগতি গেলে রুখে
      দোলাচলে থাকব আমরা
এক ডুবন্ত ভেলায়।