গুণীর কদর
অরুণ কারফা


পথ যেমন নেয় পথ খুঁজে
ভেবেছিলাম তেমনি সহজে,
                           পৌঁছে যাব সঠিক স্থানে
......না চাইতেও একদিন আমার ....
               আর সেখানে, সময় থামলে,
কোনো মনোময়, খেলার ছলে      
                   পড়িয়ে দিলে গলায় মালা, বুঝতে পারতাম বাঁচার মানে,
------পার করে নিঃসঙ্গতার পাহাড় ।


পৌঁছে সেখানে
আফসোস হলেও হতো হয়ত ...
যদি দেখতাম পেয়েছি যাকে  
পাওয়া উচিত ছিল আগে,,,
                     না পাওয়ার সেই পশ্চাত্তাপ
ভুলিয়ে দিলে অনুরাগে ।।।। ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।


আবার হয়ত, এমনও হত,
আরো গুণী প্রতিষ্ঠিত,
পেয়ে কাউকে চলার বাঁকে,
                           ভুল করেছি ছেড়ে তাকে
                       না বুঝে তার গুণের সম্ভার ...
কারণ, তখনও হয়ত মনের ভিতরে,
জেগে ওঠেনি জ্ঞানের ক্ষিদে
                       আর, রূপটাকে তখন ভাবতাম রতন,
জীবনে আছে মূল্য যার।