সময়ের অপচয়
অরুণ কারফা


                 স্বপ্নে দেখি,
কেউ না কেউ ভালবেসে বলবে এসে
                আমার মত এত সুবেশে আর কাউকে দেখেনি এ দেশে,
সঙ্গে সঙ্গে তার অঙ্গে পড়িয়ে দিয়ে প্রেমের মালা,
                মেটাবো ভালবাসার জ্বালা।


                  স্বপ্নে ভাবি,
কেউ না কেউ আসবে ধেয়ে
শিক্ষার অভাব দেখতে পেয়ে
                 আর, স্কুল খুলে জ্বালিয়ে দেবে চতুর্দিকে জ্ঞানের বাতি,
                 অমনি তাকে শ্রদ্ধা জানাতে গড়ব দীর্ঘদেহী মূর্তি।


                 স্বপ্নে শুনি,
এমন জনের পদধ্বনি যে এসে যোদ্ধার বেশে    
                শ্রমজীবীর দাঁড়িয়ে পাশে শোনাবে মুক্তির বাণী
                আর তাতে ঘুচবে দেশে আর্থিক বৈষম্য খানি
ব্যাস, রাজপথে দাইনে বামে ফলক লিখে তার নামে    
                অমনি তুলব জয়ধ্বনি।


কিন্তু কী ভাবে কঠোর বাস্তবে
               আমি না এগোলে এসব হবে
ভেবে সময় অপচয় করিনি।