কণ্ঠের ঐশ্বর্য
অরুণ কারফা


কথিত আছে
ব্যথিত কাকের কণ্ঠস্বরে
বোঝা যায় না নীড় ভেঙ্গেছে ঝড়ে।


কিন্তু আবার
শুকশারিরা পড়ে ধন্ধে
     জড়ালেও বাকবিন্ডা দ্বন্দ্বে
মনে হয় তারা নাচছে প্রেম, প্রণয়ের শাশ্বত ছন্দে।


তাই বোধহয় কোকিল মনে হয়
না পেলেও রূপের চোখ ধাঁধানো  মন ভোলানো সৌন্দর্য
বিবেকের ডাকে প্রকৃতি তাকে দিয়েছে কণ্ঠ ভরা ঐশ্বর্য।