পশ্চিম এশিয়া
অরুণ কারফা


শুধুই হয়ে গেলে কাহিনী,,,,,,,              
                    বিশ্ববাসীর অনাদরে অকাতরে স্মৃতির ঘরে কত মায়ের তুলতুলে কোল খালি করে,
ঘোর তমসে পড়ছে খসে তারার মত
তারা,
                     এমন দিন তো দেখতে চাইনি আমরা ।


কিন্তু এমনটাই হচ্ছে যখন সভ্যতায় ধরছে পচন
কিছুই কি যাবে না করা....
হাত কামড়ে ঠুঁটো জগন্নাথের মতন বসে থাকা ছাড়া ?


সম্বিৎ নিশ্চয়ই আসবে ফিরে, অবশ্যই ত্বরায়, নয় ধীরে
আর, মরণ কামড় দেবেই দেবে
মুক্তিকামী যারা।