শুকোলেও ফুল বাসর ঘরে
অরুণ কারফা


চারদিক যখন ভরে গেছে ফুলে ফুলে থরে থরে
বসন্তের দূত কোকিলের স্বরে,
তেমনই দিনে ভোরের দিকে বিন্দু বিন্দু শিশির দেখে উচ্ছ্বসিত হয়ে
প্রশ্ন করে বসল ডেকে :
আলতো ভাবে হাসলে পড়ে যেমন করে টোল পড়ে নিটোল গালের একটি পাশে
তেমনই ভাবে রমনী হেসে,
আমি কি রাজি অলক্ষ্যে আসতে সাবধানে পা টিপে টিপে  
ঘাসের বুকে তার উদ্দেশে ?


বলেছিলাম আমি সে কথা শুনে  ঠিকুজি কুষ্ঠি পাঁজি গুনে:
যদি কোনোদিন বিকেলের দিকে শিশিরে পড়ে
অথবা ভরে ঘন কুয়াশায় চতুর্দিক তেমন হতাশায়
রোদ উঠলেও চড়চড় করে....


সেদিন যেন সে বুঝতে পারে
অবারিত দ্বারে অপেক্ষায় আছি তার জন্যে দাঁড়িয়ে আমি
সঙ্গ দেয় যে সংগ্রামী জীবনে
    ফুল শুকোলেও বাসর ঘরে।