বৈধব্যের উল্লাস
অরুণ কারফা


অপেক্ষা করতেই হবে
                                  করছি
                                            এবং করব
সেই দিনটার জন্যে যেদিন নিলেই
শেষ নিঃশ্বাস,
আমার পরিচয় হবে আমি লাশ।


মাধবী লতার বিতান যার প্রাণকাঠি আর সম্মান, ছিল আমার হাতে
জল না পেয়ে মুষরে পড়ায় তাতে,
,,, হলেও  উদাস
                     বাতাস
                                 হতাশ,,,
হলফ করে বলতে পারি
যাদের কাছে পণ্য নারী
                       কেউ হবে না তারা নিরাশ।


উঠে যাওয়ায় সতীদাহ প্রথা
স্থান না দেওয়ায় তাকে চিতা,
যারা পারছেনা ফিরিয়ে আনতে,
নিন্দিত দিনের বর্জ্জিত নিয়মে বিধবাদের পায়ে বাঁধতে
                             তারা দেখাবেই উল্লাস।