ডানা ভাঙ্গা পাখি
অরুণ কারফা
09.05.23


দুঃখ গুলো বন্ধ খাঁচায় আবদ্ধ যেন
পাখির মত
আপাত দৃষ্টিতে ডানা অক্ষত ;
তবুও মনের ,
            আগল তুলে, বললেও খুলে
অচেনা জনের,
           সন্ধানে সে চায়না ছেড়ে যেতে চলে  
...................পুরনো বাসস্থান ভুলে।


তবুও যাচ্ছি চোখ বুজে নিত্য নতুন পাখি খুঁজে,
পুষব বলে;
এই ভেবে যে,
একসঙ্গে ভারী হলে তারা দলে,
একদিন শত শত
                          পঙ্গপালের মত
উড়বে আকাশে স্বাধীন ভাবে পূঞ্জীভূত মেঘের মত,
            আমায় স্বাধীন করার ছলে।


তবে, ঠিক করেছি আমিও আর
মায়া বাড়িয়ে অজানা জায়ার ,
                     পুষব না কোনো
'অচিন পাখি'
                              জীবনে জুড়তে
জীবনসাথী।


কিন্তু আবার, ফাঁকা ঘরে অস্তিত্ব তার,
না আঁকা ছবির মত এতই বেশি প্রখর সত্য,
না জুড়লেও সত্ত্বা, নেই নিস্তার।