নারী স্বাধীনতা
অরুণ কারফা


মনের গোপনে যা ছিল প্রাণে
সব কিছু দিয়ে তাকে কে না জানিয়ে,
----খাপ খাবে ভালো ভাবে--- পরিবেশে মিশে  - - -
এমন সব ভাবনা মিলিয়ে
..... সাজিয়ে গুছিয়ে তৈরী করেছিলাম এক  খেলাঘর.......
যেখানে ভাবতাম নিজেকে আপন
আর সবাইকে পর।


কাগজের দেওয়ালে আপন খেয়ালে লিখেছিলাম তার নাম
__একটা নয় শত শত __
কারণ কী যে হবে তার প্রকৃত আকার
অথবা স্বরূপ
জানা ছিল না তো।


পাখির পালক দিয়ে পর্দা বানিয়ে
তাকে না জানিয়ে
ভোরের বেলায় দিয়ে ছিলামে ঝুলিয়ে
ঘরের জানলায় সোহাগ ভরে,
একদা যাতে সে ফাঁক দিয়ে এসে
গড়ে তোলে নীড় ভালবেসে শেষে
যত্ন করে।


সব কিছু হলেও পরিকল্পনা মত
অল্পর জন্য সে রইল বিরত,,,,
প্রয়োজন তার মতামত জানার
থাকলেও নেওয়া হয়নি আমার,,,
নারী স্বাধীনতার কথা মনে পড়েনি তো।