ইতিহাসের সাক্ষী আমি
সজিব আজও মহাকাল ধরে
বিবর্তনের কেন্দ্র আমি
অনুপ্রেরণা নতুন ভোরে।


পরিবর্তনের ধারা আমি
প্রস্ফুটিত পুস্প মাঝে
ছোট্ট শিশুর স্বপ্ন আমি
দুর্নিবার সে সম্ভাবনার খোঁজে ।


সভ্যতার মূল মন্ত্র আমি
নীল নদ আমি মরু বুক চিড়ে
সমাজতন্ত্রের কুঠার আমি
খন্ডিত সেই মানব ঘরে,
বিরোধিতার অস্ত্র আমি
বিজয় হাসি শেকল ছিড়ে
বিকশিত সমাজ আমি
শিকড় গড়ি আলোর ভিড়ে।


শিল্পায়িত বিপ্লব আমি
রক্তস্নাত ঘামের মাঝে
দিনমজুরের হাহাকার আমি
মজুতদারের অর্থভাজে ।


প্রেমিক হৃদয় শাহজাহান আমি
মমতাজ প্রেম তাজমহল মাঝে
বণিক বেশে ইংরেজ আমি
নতুন কোন সম্রাজ্যের খোজে।


অস্তমিত সূর্য আমি
মিরজাফরের হঠকারিতার বেশে
নব ভারতের সূচনা আমি
শোষন শাষনে ইংরেজ দেশে।


শিড় দাড় করে দাড়িয়েছি আমি
ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখে
দ্বিখন্ডিত মানচিত্র আমি
স্বাধীনতার লাল রক্ত মেখে।


মায়ের মুখের বাংলা আমি
রোধিতে কন্ঠ পারে নাই কেউ
আন্দোলনের জনসমুদ্র আমি
রক্তে বাংলার তারুণ্যের ঢেউ।


নিষ্পেষিত জাতি আমি
নিগ্রহ ও বঞ্চনায়
হৃদয়ে জ্বেলেছি আগুন স্বাধীনতার
বৃদ্ধ যৌবনের তরুণ কামনায়,
আমার সোনার বাংলা আমি
বন্দুক হাতে ষোড়শি বধুর স্বপ্নে
রক্তস্নাত লাল সূর্য আমি
মুক্তির গান তারুণ্যের উল্লাস যাপনে।


অমূল্য সেই ইতিহাস আমি
জন্মাই প্রতি ক্ষণে
পরিপূর্ণতার সিন্ধু আমি
ভুলিবে কেমনে কোন ক্ষণে।


বৃত্ত বন্দি এদেশ আমি
ব্যর্থতার গ্লানি বাহক
যুগ চলে যায় তবু রয়ে যায়
দু:খিনী মায়ের স্বারক,
প্রজন্মকে অনেক প্রেরনা দেই
যৌবন যেন এইখানে নেই
ছুটেচলি তবু নতুন আশায়
সবুজ সূর্য উঠবে নিশ্চয়ই।


কালের স্বাক্ষী আমি ইতিহাস
সমুদ্র স্রোতে বয়ে যাই
জন্মাই আমি প্রতি নি:শ্বাশে
অনুপ্রেরনা হয়ে রয়ে যাই।