কে ? কে গো তুমি ?
নুপুরের নিক্কন শব্দে দোলা দিয়ে যাও হৃদয়ে
একটি বারের জন্য শুধু কথা কও
যদি কও সইতে পারি রাজ্য হারানো্র পরাজয়,
কম্পন তুলেছ তুমি অমার হৃদয়ে
কম্পন তুলেছ তুমি আকাশ বাতাস,
সপ্ত মৃত্তিকা তলায় ।
বোলোনা, বোলোনা কখনও দূরে যেতে চলে
একটিবার, শুধু একটি বার বলো ভালবাসি;
ঝাপিয়ে পরব রণক্ষেত্রে আমি
হাতে লয়ে তীক্ষ্ণ অসি
লুটিয়ে পরবে তামাম জাহান
তোমার চরনে আসি ।
একটিবার দেখাও তোমার হস্ত খানি
পূজা করতে বাদ্ধ হবে পৃথিবীর সকল
ব্রাক্ষণ ব্রাক্ষণী,
বলবে সবাই তুমিই তো সেই জননী
যে কিনা প্রেম ও ভালবাসার
গর্ভধারিণী;
পিতা কর আমায় সমগ্র জাতির
তুমি হে বিশ্ব মাতা,
সৃষ্ঠি কর্তার শ্রেষ্ঠ তুমি
ভিক্ষা চাই কিছু ক্ষমতা ।