চল্লিশ টি বছর পার হয়ে এসেছি আমি
সময়ের হাত ধরে ধীর পদক্ষেপে
যৌবন যেন ছুঁতেই পারলো না
বার্ধক্যের কড়াল গ্রাসে ।


সাধারন মানুষ আমি
ঘর্মসিক্ত অর্থ ভাজে
অনুপ্রানিত করি ভালোবাসা দিতে
অভুক্ত সকাল সাঝে ।


সোনলী সূর্য আমি কৃষকের মাঠে,
স্বর্ন সম্ভার ছড়িয়ে বেড়াই ।
ভাটিয়ালী মাঝি আমি মধুর কন্ঠে
কূল ভাঙা সুর ভাসিয়ে দিয়ে যাই ।


সদ্যজাত সন্তান আমি বজ্রচিৎকারে
অধিকার চাই,
শত বর্ষী বৃদ্ধ আমি অশ্রুসংবরে
জীবনের শেষ ক্ষণ গুনে যাই ।


পিচঢালা রাজ পথ আমি
লাখো ষোড়শীর ঘাম শুসে নেই
শতবর্ষী বটবৃক্ষ আমি
বর্ষা দিনে তাদেরই আশ্রয় দেই ।


রাজ্যসভার সভাপতি আমি
শেকলে জড়ানো অস্তিত্তে , কোন মূল্য নেই ।
বৃত্তের মাঝের এই দেশ আমি
চেস্ঠা আছে তবু সাফল্য নেই ।
প্রতিভা ঘেরা জনস্রোত আমি
জোরে দৌড়াই তবু পরি পিছিয়েই ।


চার দশকের স্বাধিনতা আমি
আছি যেন তবু অস্তিত্য নেই
অপরাজেয় গতিতে বদলাচ্ছি আমি, তবু
ঘুরছি যেন একই বৃত্তেই ।


চল্লিশ টি বছর পার হয়ে গেল
অধরা যৌবন তবু ধরা দেয়নি,
চার দশকের ইতিহাস তবু
আমাকে কেউ মনে রাখেনি ।


ছুঁটে চলি আমি আগামির পথে
অদম্য এক স্পৃহার সাথে
জানি একদিন সাফল্য আসবেই
যাদুর কাঠি তারুন্যের হাতে ।


১৪-১২-২০১১