আমি বৃষ্টির স্বপ্ন দেখি
আমি দেখি সবুজের সমারহ
সাহারার তপ্ত বুকে,
আমি কেঁদে উঠি
কেঁদে উঠি স্বপ্ন ভাঙার ভয়ে
যা হৃদয়ে ধরেছি ভালোবাসার সুখে ।
আমি স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি হৃদয় নিংরানো
ভালোবাসার,
আমি ভয়পেয়ে যাই
ভয় পাই
সময়ের দ্রুত থেকে দ্রুততর লয়ে।
আমি স্বপ্ন বুনি
স্বপ্ন বুনি ক্লান্তিহীন
ভালোবাসায় পরিপূর্ণ
রোমাঞ্চক এক ভবিষৎএর।
কিন্তু ক্লান্তি যেন
ক্লান্ত করে দিচ্ছে সে স্বপ্ন,
ভেঙ্গেদিয়ে বন্দী করছে
দূর্গম কোনো শৃঙ্গে।
তবু আমি স্বপ্ন বাঁধি
বুক বাঁধি আশায়
নতুন এক সময়ের,
পবিত্রতায় পরিচ্ছন্ন
ভালোবাসার স্বপ্নে পূর্ণ
নতুন পৃথিবীর ।
নতুন পৃথিবী যেখানে
যুদ্ধ কেড়ে নেয় না
পৃথিবীর প্রাণশক্তি,
অনাহারে মৃত্যু হয়না
কোন করিমন বেওয়ার
বিদায় দেয়না শুধই অপ্রাপ্তি।
স্বপ্ন দেখি কবে বন্ধ হবে,
দুঃসময়ে জ্বলেওঠা –
সূর্যের তাপে উত্তপ্ত –
কালো রাজপথে –
নগ্ন পায়ে পরিবার বোঝা কাধে –
একটি শিশুর অবিরাম ছুটেচলা।
স্বপ্ন দেখি নতুন সূখের
সূখের স্বপ্নে সমাজ
মাদক হীন সমাজ
যা কেড়ে নেয়না
কোন তরূণের
অফুরান প্রানোদ্যম।
স্বপ্ন খুঁজি আমি
স্বপ্ন খুঁজি দারিদ্র্য, সন্ত্রাস –
নীতি হীন নয়,
পূর্ণতা, পূর্ণতা, পূর্ণতায় পরিপূর্ণ
ভালোবাসার ফসল এপৃথিবীর
এক ছোট্ট কোনে জাগ্রত বাংলাদেশের।



০৬-০৭-০৭